Site icon Jamuna Television

যশোরে সন্ত্রাসীদের হামলায় যুবক খুন

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোর শহরের কারবালা ধোপাড়ায় এরফান ফারাজি (২২) নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)
বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মৃত এরফান কারবালা ধোপা পাড়ার মো. রফিকুজ্জামানের ছেলে।

নিহতের পিতা জানিয়েছেন, এরফান ফারাজি সবেমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছে। এখন চাকরি খোঁজ করছে। এ অবস্থায় বসে না থেকে বাড়ির সামনে তাকে একটি মুদির দোকান করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ওই মুদির দোকানে বসে বেচাকেনা করার সময় ৫-৬ জনের একদল সন্ত্রাসী তিনটি মোটরসাইকেলে এসে অতর্কিত তার ওপর হামলা চালায় এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক এরফানকে মৃত ঘোষণা করেন।

এলাকার পৌর কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীব জানিয়েছেন, ছেলেটি খুব ভালো ছিল, তার শত্রু ছিলো কিনা তার জানা নেই। কী কারণে কারা তাকে ছুরিকাঘাত আঘাত করেছে এটাও তিনি বলতে পারছেন না।

পুলিশ জানিয়েছে, কারা কী জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে। পরে বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে। ইরফানের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এটিএম/

Exit mobile version