Site icon Jamuna Television

দেহরক্ষীর ছেলেকে বলিউডে আনছেন সালমান

মানব দরদী হিসেবে বলিউডে বেশ সুনাম রয়েছে সালমান খানের। শেহনাজ গিলের পর এবার সিনেমা জগতে আনতে যাচ্ছেন তার দেহরক্ষী শেরার ছেলে টাইগারকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। সালমানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন টাইগার। তবে সিনেমার পরিচালক কে হবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে সন্ধান চালাচ্ছেন সালমান নিজেই।

জানা গেছে, নায়ক হিসেবে প্রশিক্ষণ চলছে টাইগারের। সালমানের মতে, তার প্রতিভা আছে। অতএব তা সবার সামনে আনা জরুরি। তার উপযুক্ত নায়িকাও খোঁজা হচ্ছে। নতুন সিনেমাটি প্রেমের কাহিনী নিয়েই হবে বলে আপাততো জানা গেছে।

এটিএম/

Exit mobile version