Site icon Jamuna Television

শাহরিয়ার-শারম্যান ফোনালাপ; মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা ও নির্বাচন নিয়ে আলোচনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম(বামে); মার্কিন কূটনীতিক ওয়েন্ডি শারম্যান (ডানে)।

বাংলাদেশে নিজ দেশের দূতাবাস কর্মীদের নিরাপত্তা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান। এসময় বাংলাদেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন শারম্যান। জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে ফোনালাপ করেন মার্কিন এ কূটনৈতিক কর্মকর্তা।

ফোনালাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করেন ওয়েন্ডি শারম্যান। আগামীতে দু’ দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেয়া হয় ফোনালাপে।

এসজেড/

Exit mobile version