Site icon Jamuna Television

আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

ফাইল ছবি।

আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‍্যাব। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল ঘুরে একথা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত নয়। যেটা হচ্ছে, সেটাকে স্বাভাবিকই বলতে হবে। এসময় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় র‍্যাবের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (২৪ ডিসেম্বর)। ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী দলটির সম্মেলন থেকে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এ বিষয়টি সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পর্দা উঠবে সম্মেলনের। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আধঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এই অধিবেশন।

এসজেড/

Exit mobile version