Site icon Jamuna Television

মেয়রের ওপর হামলার ঘটনায় মাদারীপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন (৩৫) কে হত্যার উদ্দেশ্যে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা।

জানা যায়, আজ সকালে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানায় নেতাকর্মীরা।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে জেলার কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন ঘুমিয়ে থাকলে একটি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন মুখোশপড়া দুর্বৃত্তরা বাড়ির পেছনের গেইট ভেঙ্গে প্রবেশ করে। এ সময় তারা মেয়রের শয়ন কক্ষের জানালা ভেঙ্গে ঘুমন্ত মেয়রকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে।

Exit mobile version