Site icon Jamuna Television

জার্মানিতে গোয়েন্দা কর্মকর্তা আটক, মস্কোর কাছে তথ্য পাচারের অভিযোগ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক গোয়েন্দা কর্মকর্তাকে আটক করেছে জার্মানি। রাষ্ট্রের গোপন তথ্য রাশিয়ার কাছে পাচারের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বার্লিন থেকে আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। বিএনডি ফরেইন ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করেন কারস্টেন নামের ওই ব্যক্তি। গোপনীয়তার স্বার্থে পুরো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলাও হয়েছে। কারস্টেনের ফ্ল্যাট ও কর্মস্থলে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা বাহিনী।

আটকের পর রিমান্ডে নেয়া হয়েছে কারস্টেনকে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে নাকি পরে তার সাথে মস্কোর যোগাযোগ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চলতি বছরই সাবেক এক জার্মান সেনার বিচারকাজ শুরু হয়। ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে রাশিয়ার গোয়েন্দাদের সাথে নিয়মিত যোগাযোগের অভিযোগ তার বিরুদ্ধে।

এটিএম/

Exit mobile version