Site icon Jamuna Television

তাইজুল-সাকিবের ঘূর্ণিতে লড়াইয়ে আছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে মিরপুর টেস্টে ভারতের চেয়ে দ্বিতীয় দিন শেষে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দ্বিতীয় ইনিংস শেষ করেছে সাকিব বাহিনী। দিন শেষে ৮০ রানে পিছিয়ে আছে টাইগাররা।

আগের দিনের ১০ রান নিয়ে ব্যাট করতে নামা লোকেশ রাহুল কোনো রান না যোগ করেই ফেরেন তাইজুলের শিকার হয়ে। এরপর দলীয় ৩৮ রানে তাইজুলের স্পিনে কাটা পড়েন আরেক ওপেনার শুভমান গিল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হত চেতেশ্বর পুজারা। লাঞ্চের পরপরই আঘাত হানেন তাসকিন। ভিরাট কোহলিকে কট বিহাইন্ডে ফেরান এই পেসার।

৯৪ রানে ৪ উইকেট হারানোর পরই পঞ্চম উইকেটে রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। পান্ত তুলে নেন ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি। শ্রেয়াসও পান পঞ্চম ফিফটির দেখা। ৯৩ রান করা পান্তকে ফিরিয়ে ১৫৯ রানের লম্বা জুটি ভাঙেন মেহেদি মিরাজ। এরপর সাকিবের জোড়া আঘাতের শিকার হয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেল। আবারও সাকিব জাদুতেই শেষ হয় সফরকারীদের ইনিংস। তাইজুল ও সাকিব তুলে নেন চারটি করে উইকেট।

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৬৫০ উইকেটের মাইলফলক

/এম ই

Exit mobile version