Site icon Jamuna Television

বগুড়ায় রাইস মিলে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার মেট্রিক টন ধান জব্দ

বগুড়ায় অবৈধভাবে মজুদকৃত ২ হাজার মেট্রিক টন ধান জব্দ করা হয়।

বগুড়া ব্যুরো:

বগুড়ার একটি রাইস মিলে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার মেট্রিক টন ধান জব্দ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক দফতর। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের মানিকচক এলাকার অভিযান চালিয়ে ধানগুলো জব্দ করা হয়।

সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে তারা খবর পান মানিকচক এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন তানভীর অটো রাইস মিলে কয়েক’শ ট্রাকে ধান মজুদ করা হচ্ছে। শুক্রবার বিষয়টি জানানোর পর জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সরকারি কর্মকর্তারা মিলটি পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এক মেট্রিক টন ধান মজুদ করতে হলেও সরকারি অনুমোদন প্রয়োজন। কিন্তু এই মিলের খুচরা-পাইকারি কোনো ক্যাটাগরিতেই অনুমোদন নেই। তাই অবৈধ মজুদ করা ২ হাজার মেট্রিক টন ধান জব্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version