Site icon Jamuna Television

ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়।

সুপারিশের বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেয়ার স্পষ্ট প্রমাণ মিলেছে। ১৮ মাস ধরে চলা তদন্তে ১২শ’র বেশি সাক্ষীর সাক্ষাত্কার নেয়া হয়েছে। ১০টি শুনানি শেষ হওয়ার পর, ৮৪৫ পৃষ্ঠার এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয় ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের প্রতক্ষ্য সহায়তায় ক্যাপিটল হিলে ওই হামলা করা হয়। সব মিলিয়ে ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এটিএম/

Exit mobile version