Site icon Jamuna Television

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া সুলতানা রিয়া।

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার, বাংলাদেশ নৌবাহিনী ও ফ্রাঞ্চাইজি হকি লিগে ওয়ালটন ঢাকার আইকন ও অধিনায়কের দায়িত্ব পালন করা আশরাফুল ইসলাম। কনে সাদিয়া সুলতানা রিয়া। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (ইংরেজি) প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সাভারের বিকেএসপির কমিউনিটি সেন্টারে আশরাফুল-সাদিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জীবনের নতুন ইনিংস (বিয়ে) শুরু করতে পেরে দারুণ খুশি বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার আশরাফুল। তিনি বলেন, সাদিয়ার মতো জীবনসঙ্গিনী সৌভাগ্যক্রমে মেলে। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

নববধূ সাদিয়া জানান, আমি শুধু মনের মানুষকেই পাইনি, স্বামীরূপে একজন ভালো মানুষকেও পেয়েছি। তিনি খেলোয়াড় হিসেবে যেমন সেরা, সকলের পছন্দের। জীবনসঙ্গী হিসেবেও আশাকরি সেরাই হবেন। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

এদিন, নবদম্পতিকে শুভেচ্ছা, শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন জাতীয় হকি দলের সাবেক কোচ মাহবুব হারুন, কোচ জাহিদ হোসেন রাজু, জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু, জাহিদ হোসেন, ফরহাদ সিটুলসহ জাতীয় দলের সাবেক, বর্তমান হকি খেলোয়াড়, বর-কনের আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা।

/এএইচ

Exit mobile version