Site icon Jamuna Television

প্রথমবারের মতো আইপিএলে দল পেলেন লিটন দাস, নিলামের শেষ মুহূর্তে কেকেআরে সাকিব-লিটন

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’এ দল পেলেন টাইগার কিপার-ব্যাটার লিটন কুমার দাস। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ভিত্তি মূল্য ৫০ লক্ষ্য রুপিতে কিনে নিয়েছেন তাকে।

এর আগে মাশরাফি-সাকিব গায়ে জড়িয়েছিলেন কেকেআরের জার্সি। আর মোস্তাফিজ আইপিএলে খেললেও নাইট রাইডার্সের হয়ে কখনও খেলা হয়নি তার। ফলে এবার আইপিএলের মিনি নিলামে ১ম বাংলাদেশি হিসেবে বিক্রিত হলেন তিনি।

টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা লিটন প্রথম দফায় অবশ্য অবিক্রিত ছিলেন। সাকিবের পর তাকেও কেউ দলে না ভেড়ানোয় হতাশ হতে হয়। অবশ্য ২য় দফার ডাকে ৫০ লক্ষ্য রুপিতে তাকে ডেকে বসে কলকাতা নাইট রাইডার্স। এরপর দলের কোটা পূরণ করতে সাকিবকেও দলে টানে কেকেআর। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিব আল হাসানকে নেন তারা। ফলে প্রথমবারের মত বাংলাদেশের দুই ক্রিকেটার এক দলে খেলবেন আইপিএলে। আর মোস্তাফিজকে তার আগের দল দিল্লী ক্যাপিটালস ধরে রাখায় বাংলাদেশের ৩ ক্রিকেটার মাতাবেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

/এএইচ

Exit mobile version