Site icon Jamuna Television

নিজের পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করালেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ খরা কাটিয়ে নিজেদের জার্সিতে নতুন তারকা যোগ করেছে আর্জেন্টিনা। আর ৩৬ বছর পর শিরোপা জেতা একটি দেশের উদযাপন যে বাঁধভাঙা হবে সেটা সবাই জানে। শুধু সেই দেশই নয় এই উদযাপন খেলোয়াড়দেরও।

ট্রফি নিয়ে দেশে ফিরে সেই ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন মেসি। শেয়ার করেছিলেন সেই ছবিও। মোটকথা প্রতিটা খেলোয়াড় থেকে সমর্থক সবাই নিজের মতো করে উদযাপন করছেন নিজদের এই সাফল্য।

এবার সেই স্রোতে গা ভাসালেন ফাইনালে গোল করা আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের পায়ে বিশ্বকাপ ট্রফি এবং তিনটা স্টারসহ অসাধারণ ট্যাটু করে ফেলেছেন ডি মারিয়া।

নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। পোস্টে তিনি ট্যাটু করা পায়ের ছবি দিয়ে লেখেন, অনন্তকালের জন্য এই ট্যাটু করলাম। ট্যাটু আঁকিয়ের বিষয়ে তিনি বলেন, তুমি কোপা আমেরিকা কাপ জেতার পর বলেছিলে আরেক পা ফাঁকা থাক। এবার সেটা পুরণ হলো।

এর আগে, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া তার বাম পায়ে কোপা আমেরিকার ট্রফির ট্যাটু করান।

/এনএএস

Exit mobile version