Site icon Jamuna Television

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের হামলায় আহত হয়েছে আরও ৬ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে হয় এ ঘটনা। সন্দেহভাজন মনে হওয়ায় একটিকে আটক করে পুলিশ। গাড়িতে এক নারীসহ ছিলেন দু’জন।

তল্লাশি শুরু করলে সাথে থাকে বোমা বিস্ফোরণ ঘটায় একজন। হয় হতাহতের ঘটনা। প্রাণ যায় দুই হামলাকারীদের উদ্দেশ্য বা কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছ তেহরিক-ই-তালেবান পাকিস্তান-টিটিপি। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ওই এলাকা ও আশপাশে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

/এনএএস

Exit mobile version