Site icon Jamuna Television

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত ওই ব্যক্তির অনুমানিক বয়স ৬০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। এদিন সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাস-স্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।

জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেললাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এএআর/

Exit mobile version