Site icon Jamuna Television

আওয়ামী লীগ আগুন সন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ আগুন সন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্মরণকালের বৃহত্তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগ সবসময় প্রস্তুত আগুন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে।

তিনি আরও বলেন, নির্বাচন করলে শেখ হাসিনার সাথে পারবে না জেনে সরকার হটানোর চক্রান্ত চলছে। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধ, উন্নয়ন ও অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলেও জানান তিনি।

/এনএএস

Exit mobile version