Site icon Jamuna Television

ফ্রান্সে পৌঁছেছেন কুখ্যাত সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’

শনিবার কাতার এয়ারওয়েজে একটি বিমানে করে ফ্রান্সে পৌছান চার্লস সোবরাজ।

নেপালের কারাগার থেকে মুক্তির পর ফ্রান্সে পৌঁছেছেন ‘দ্য সার্পেন্ট’ নামে পরিচিত চার্লস সোবরাজ। তার বিরুদ্ধে একাধিক পর্যটক হত্যার অভিযোগ থাকলেও নিজেকে সিরিয়াল কিলার হিসেবে পরিচয় দিতে নারাজ সার্পেন্ট। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে তার বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ থাকলেও ফ্রান্সে তার বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা নেই। খবর বিবিসির।

জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) বিমানযোগে ফ্রান্সে পৌছান চার্লস। সম্প্রতি, স্বাস্থ্য ও কারাগারে তার ভালো আচরণ বিবেচনায় নিয়ে কুখ্যাত এ খুনিকে মুক্তি দেয় নেপালের সর্বোচ্চ আদালত। শুক্রবার (২৩ ডিসেম্বর) সার্পেন্টকে নেপাল থেকে বিমানযোগে ফ্রান্সে পাঠানো হয়।

কারামুক্তির পর দেয়া এক বক্তব্যে সার্পেন্ট বলেন, বেশ ভাল অনুভব করছি। আমি অনেকের বিরুদ্ধেই মামলা করবো। এরমধ্যে নেপাল সরকারও আছে।

প্রসঙ্গত, দুই মার্কিন পর্যটককে হত্যার দায়ে ২০০৩ সাল থেকে নেপালের কারাগারে বন্দি ছিলেন কুখ্যাত এ খুনি। এছাড়াও ৭০’এর দশকে এশিয়া জুড়ে অন্তত ২০টি পর্যটক খুনের ঘটনায় সার্পেন্টের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। নেপালের আগে ভারতেও দীর্ঘদিন কারা ভোগ করেন সার্পেন্ট। এমনকি, একবার এক কারারক্ষীকে মাদক সেবন করিয়ে জেল থেকে পালানোর চেষ্টার অভিযোগও রয়েছে ফরাসি সিরিয়াল কিলার বিরুদ্ধে।

/এসএইচ

Exit mobile version