Site icon Jamuna Television

লিটনের লড়াইয়ে ভারতের সামনে ১৪৫ রানের লক্ষ্য

ছবি: সংগৃহীত

আরও একবার ব্যাটিং ব্যর্থতা, আরও একবার লিটন দাসের লড়াই। দলের অন্যতম সেরা এই ব্যাটারের ৭৩ রানের ইনিংসের উপর ভর করে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসের সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৩১ রান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের সামনে তাই মাত্র ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছে সাকিব বাহিনী।

কখনও টপ অর্ডার, কখনও মিডল, আবার কখনও টেল এন্ডারদের ন্যূনতম প্রতিরোধও গড়তে না পারা- বাংলাদেশের ব্যাটিং দুর্দশার এই চিত্র যেন শাশ্বত রূপ নিয়েছে। ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেও টাইগার ব্যাটিং অর্ডারের প্রথম সাতজনের মধ্যে ৪ জনই পারেননি দুই অংকের ঘরে পৌঁছুতে। এখনও দলকে লড়াইয়ে টিকিয়ে রাখার মূল কৃতিত্ব তাই লিটন দাসের। প্রথম নুরুল হাসান সোহান এবং, পরে তাসকিন আহমেদকে নিয়ে প্রতিরোধ গড়েন লিটন। ৭ম উইকেট জুটিতে ৪৬ এবং ৮ম উইকেট জুটিতে ৬০ রানের জুটি গড়ে মোহাম্মদ সিরাজের বলে আউট হন এই ইনফর্ম ব্যাটার। ৯৮ বলের এই ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। নুরুল হাসান এবং তাসকিন দুজনেই ৩১ করে সংগ্রহ করেছেন।

এর আগে, দলীয় ১৩ রানের মাথায় রবিচন্দন অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। করেন মাত্র ৬ রান। তিন নম্বরে নামা মুমিনুল হক প্রথম ইনিংসে ৮৪ রান করলেও আজ ৫ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে রিশাভ পান্তের তালুবন্দি হন তিনি। পরে সাকিব এসে কিছুটা আশা দেখালেও ব্যক্তিগত ১৩ রানে উনাদকাতের বলে সহজ ক্যাচ তুলে দেন শুভমান গিলের হাতে। সাকিবের পর মুশফিকুর রহিমও হতাশ করেন। ৯ রান করে আক্সার প্যাটেলের এক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

ব্যাটিং দুর্দশার মাঝে আশার আলো হয়ে আবারও এসেছেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান জাকির হাসান। ১৩৫ বলে খেলা জাকিরের ৫১ রানের সময়োপযোগী ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। এই ওপেনারের উইকেটের পতনের পর আক্সার প্যাটেলের বলে লেগ বিফোরের শিকার হন মেহেদী মিরাজও। তিনি আজ খুলতেই পারেননি রানের খাতা। পরে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এসে যোগ করেন ৩১ রান। তিনিও আক্সার প্যাটেলের বলে পান্তকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা আরও একবার দেখিয়ে দারুণ ব্যাট করেছেন তাসকিন আহমেদ। এবার বল হাতেও দায়িত্ব পালন করবেন দলের এই স্ট্রাইক বোলার, এমন আশাই করছে টাইগার সমর্থকরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল। এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবিচন্দন অশ্বিন নিয়েছেন দুইটি করেন উইকেট।

/এম ই

Exit mobile version