Site icon Jamuna Television

এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

স্কাই নিউজ থেকে সংগৃহীত ছবি।

গ্রেফতার হয়েছেন এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ দশে থাকা কুখ্যাত সন্ত্রাসী এম.জে.পি। খবর স্কাই নিউজের।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভুয়া পরিচয় দিয়ে মাদ্রিদের এক হোটেলে বসবাস করছিলেন তিনি। এফবিআই, ইউএস মার্শালস ও স্পেনে ইন্টারপোলের যৌথ অভিযানে আটক করা হয় তাকে।

জানা গেছে, নিউজিল্যান্ডে জন্ম নেয়া এম.জে.পির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি ও যৌন নির্যাতনের বহু অভিযোগ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে বহু শিশু ও নারীকে ধোঁকা দিয়ে পর্নোগ্রাফিতে পারফর্ম করতে বাধ্য করেছেন তিনি।

প্রসঙ্গত, এ পর্যন্ত এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার সন্ত্রাসীদের মাত্র ৫৭ জনকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। গত সেপ্টেম্বরে এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এম.জে.পি’র নাম।

/এসএইচ

Exit mobile version