Site icon Jamuna Television

৪ উইকেট হারিয়ে চাপে ভারত

উইকেট নেয়ার পর মিরাজের উল্লাস। ছবি : সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের দেয়া ১৪৫ রানে লক্ষ্য তাড়া করছে ভারত। স্বাগতিকদের দেয়া এই ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

ওপেনার লোকেশ রাহুলকে আউট করে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এরপর শুরু হয় মিরাজ ম্যাজিক। তিনি একে একে ফেরান শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে।

দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুবন্দি হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ফেরার আগে তিনি করেন ৯ বলে ২ রান। এরপর ১২ রানের মাথায় মিরাজের বলে নুরুল হাসানের স্ট্যাম্পিংয়ের শিকার হন পূজারা। তিনি ১২ বল খেলে ৬ রান যোগ করেন। এরপর ভারতীয় স্কোরবোর্ডে যখন ১৯ রান তখন শুভমান গিলকেও ফিরিয়ে দেন মিরাজ। নুরুল হাসানের কাছে স্ট্যাম্পিংয়ের আগে তিনি করেন ৩৫ বলে ৭ রান। এরপর ভারতের ৩৭ রানের মাথায় আবারও আঘাত হানেন মিরাজ। ফেরান ভারতীয় সেরা ব্যাটার বিরাট কোহলিকে। ২২ বলে মাত্র ১ রান করা কোহলির দুর্দান্ত ক্যাচ তুলে নেন মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে চার উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে ভারত। অক্ষর প্যাটেল ২৬ এবং জয়দেব উনাদকাট ৩ রানে ব্যাটিংয়ে আছেন। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১০৪ রান। অন্যদিকে জিততে হলে বাংলাদেশের দরকার ৬ উইকেট।

এএআর/

Exit mobile version