Site icon Jamuna Television

পঞ্চগড়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ; এক জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুর রশিদ আরেফিন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুর রশিদ আরেফিন জেলার বোদা উপজেলার হরিপুর এলাকার খোরশেদ মুহুরীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মূলত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি নিয়ে দুপুরে গণমিছিলের আয়োজন করে বিএনপি। দুপুর সোয়া দুইটায় মিছিলে পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

বিকেল ৫টা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এসজেড/

Exit mobile version