Site icon Jamuna Television

আওয়ামী লীগের নতুন কমিটি: সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়লেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে বাদ পড়েছেন দুই জন। তাদেরকে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন- সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেন। এদিকে, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি দেয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ২২তম জাতীয় কাউন্সিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন।

২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে কয়েকটি পদ ফাঁকা রয়েছে। এরমধ্যে শ্রম বিষয়ক সম্পাদক এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ খালি রয়েছে। আর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদটিও ফাঁকা আছে। এছাড়া ৮১ সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে।

এক নজরে দেখে নেয়া যাক, আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কারা জায়গা পেয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী:

বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জি. মোশারফ হোসেন, পিযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাড. কামরুল ইসলাম ও সিমিন হোসেন রিমি।

যুগ্ম-সাধারণ সম্পাদক:

ড. হাছান মাহমুদ, মাহবুব-উলআলম হানিফ, ডা. দীপু মনি ও আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

কোষাধ্যক্ষ: এইচ. এন. আশিকুর রহমান এমপি।

সাংগঠনিক সম্পাদক:

আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস. এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী। এছাড়া, বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়ছেন সাখাওয়াত হোসেন শফিক।

সম্পাদকমণ্ডলী সদস্যরা হলেন,

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: ওয়াসিকা আয়শা খান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক: ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম আমিন

দফতর সম্পাদক: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্ম বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুস সোবহান গোলাপ

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

মহিলা বিষয়ক সম্পাদক: মেহের আফরোজ চুমকি

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: শ্রী অসীম কুমার উকিল

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা

মহিলা বিষয়ক সম্পাদক: জাহানারা বেগম

উপ-দফতর সম্পাদক: সায়েম খান

উল্লেখ্য, গত কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হলে তার পদে আমিনুল ইসলাম আমিনকে নির্বাচিত করা হয়। তিনি গত কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

/এমএন

Exit mobile version