Site icon Jamuna Television

বোমা হামলার জেরে পাকিস্তানের ইসলামাবাদে হাই অ্যালার্ট জারি

আত্মঘাতী গাড়ি বোমা হামলার জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৪৮ ঘণ্টার জন্য হাই এলার্ট জারি করা হয়েছে। এছাড়া, আগামী দুই সপ্তাহ যেকোনো জনসমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আত্মঘাতী বোমা হামলার পর এ ডিক্রি জারি করা হয়। বলা হয়, সাধারণ মানুষের নিরাপত্তায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, সতর্ক থাকতে বলা হয়েছে রাওয়ালপিন্ডির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

শুক্রবারের আত্মঘাতী এ হামলায় এক পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরও ৬ জন। আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা জানিয়েছেন।

/এমএন

Exit mobile version