Site icon Jamuna Television

‘ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন

ছবি: সংগৃহীত

ফ্রান্সকে কান্না থামাতে বলছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল নিয়ে ফ্রান্সের পিটিশনের পর পিটিশন করেছে আর্জেন্টিনার সমর্থকরাও। ‘স্টপ ক্রাইং, ফ্রান্স’ বা ‘ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামের পিটিশনটিতে এরই মধ্যে সই করেছে সাড়ে সাড়ে ৩ লাখ মানুষ। এদিকে, টাইব্রেকে যাওয়ার আগেই জয় পেতে পারতো আর্জেন্টিনা, এমন মত আর্জেন্টিনা সমর্থকদের। খবর গোল ডটকমের।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এখনও মেনে নিতে পারছেন না ফ্রান্সের অনেক সমর্থক। ফাইনালের অতিরিক্ত সময়ে মেসির করা গোলটি নিয়েই যত আপত্তি তাদের। ওই গোলের আগেই আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে প্রবেশ করেছিল এমনটা দাবি ফরাসিদের।

এর বিপক্ষে অবশ্য শক্ত প্রমাণ উপস্থাপন করেছেন ফাইনালের রেফারি মার্চিনিয়াক। এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ ফুটবলার মাঠে প্রবেশ করেছিল, এমন ছবি প্রকাশ্য এনে পোল্যান্ডের এই রেফারি বলেন, ফরাসিরা এই ছবির ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। এখানে দেখা যাচ্ছে, এমবাপ্পের তৃতীয় গোলের সময় ফ্রান্সের সাইডবেঞ্চের সাতজন খেলোয়াড় প্রবেশ করেছিল মাঠে। এখন দেখতে হবে, ফিফার নিয়মে কী আছে। গোলের সময় মাঠে বাইরের কেউ ঢুকে পড়লেই গোল বাতিল হবে না। দেখতে হবে, সাইডবেঞ্চের কারও মাঠে প্রবেশ করার মাধ্যমে খেলা বা গোল করায় কোনো প্রভাব পড়েছে কিনা। এবার দেখুন, দুইটি গোলের সময়ই যারা লাফিয়ে দাগ অতিক্রম করে মাঠে ঢুকে পড়েছিল, তাতে খেলায় কি কোনো প্রভাব পড়েছিল?

তাতে অবশ্য বিতর্ক থেমে যায়নি। ফ্রান্সের করা পিটিশনের পর এবার পিটিশন করেছে আর্জেন্টিনার সমর্থকরাও। ফ্রান্সের পিটিশনে ২ লাখ মানুষ সাড়া দিলেও, আর্জেন্টিনার পিটিশনে এরই মধ্যে সাড়া মিলেছে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের। পিটিশনটি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জমা পড়ে ৬৫ হাজার সিগনেচার।

ফ্রান্স, স্টপ ক্রাইং- এমন শিরোনামের পিটিশনটি প্রথম করেন ভ্যালেন্টাইন গোমেজ নামে এক ব্যক্তি। তিনি বলেন, যদি ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের জন্য সিগনেচার সংগ্রহ করে তাহলে তাদের জবাব দেয়া উচিত। আমরা আমাদের একাত্বতা দেখিয়ে সিগনেচার সংগ্রহ করতে পারি। এবং ফ্রান্সকে কান্না থামাতে বলতে পারি। তারা সিগনেচারের বিশ্বকাপ জিততে পারে।

বিতর্ক আছে, এমবাপ্পের পাওয়া সবশেষ পেনাল্টি নিয়েও। আর্জেন্টিনা ডিফেন্ডার মন্টিয়েলের হাতে লাগার সেকেন্ড তিনেক আগেই বল লেগেছিল ফ্রান্স ডিফেন্ডার উপামেকানোর হাতে। সেটি রেফারির দৃষ্টিগোচর হলে টাইব্রেকের আগেই জয় পেতে পারতো আর্জেন্টিনা।

আরও পড়ুন: পুনরায় ফাইনাল চায় ফরাসি সমর্থকরা; রেফারির প্রতিক্রিয়া এবং আরও ইস্যু

/এম ই

Exit mobile version