Site icon Jamuna Television

দেশমের সামনে অন্যরকম রেকর্ডের হাতছানি

১৯৯৮ বিশ্বকাপে সর্তীথ লিলিয়ান থুরামের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে যাওয়ার পথ পেয়েছিলেন অধিনায়ক দিদিয়ের দেশম। পরে জিতেছিলেন শিরোপাও। এখন তার পরিচয় কোচ। চ্যাম্পিয়ন হলে বেকেনবাওয়ারের পর তিনি হবেন ২য় ব্যক্তি যে কিনা অধিনায়ক আর কোচ দুই হিসেবেই শিরোপাজয়ী। এমন সুযোগ হাতছাড়া করতে চান না দেশম। আর এক্ষেত্রে চেলসি মিডফিল্ডার এনগোলো কন্তে আর পিএসজি ফরোয়াড কিলিয়ান এমবাপ্পে হবেন তার বাজির প্রধান দুই ঘোড়া।

দিদিয়ের দেশম বলেন, আমরা ৩ বিভাগেই কাজ করছি। নির্দিষ্ট করে এখন কোনো কিছু বলার নেই। আমরা সেরা বলেই এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে। যে কেউই ম্যাচ ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে। দলের সবার কাছে আমার একটাই উপদেশ, নিজেদের বিশ্ব সেরা করার এটাই শেষ সুযোগ।

Exit mobile version