
টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নতুন কমিটির নেতারা।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান তিনি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচিত কাউন্সিলরদের চোখের ভাষা শেখ হাসিনা বোঝেন। নির্বাচনকে সামনে রেখে অভিজ্ঞদেরকেই কমিটিতে বিবেচনা করা হয়েছে। তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মণি তৃতীয় এবং, বাহাউদ্দিন নাছিম চতুর্থ।
গতকাল, আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে দলটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
/এম ই



Leave a reply