Site icon Jamuna Television

৫ মাসের পদযাত্রা শেষে রাজধানীতে পৌঁছালেন রাহুল গান্ধি

পাঁচ মাসের দীর্ঘ পদযাত্রা শেষে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছালেন ভারতের প্রধান বিরোধী দল- কংগ্রেসের নেতা, কর্মী-সমর্থকরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

‘ভারত জোড়ো যাত্রা বা ইউনিটি ইন্ডিয়া মার্চ’ নামের পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধি। যাত্রাপথে ৮টি রাজ্য অতিক্রম করেছেন তারা। কংগ্রেসের অভিযোগ, মোদি সরকারের আমলে হিংসা-ঘৃণা-বিদ্বেষে পরিপূর্ণ হয়ে গেছে ভারত। তাই মানুষে-মানুষে ভ্রাতৃত্ব বাড়াতে এ উদ্যোগ নিয়েছেন তারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি করাও রাহুল গান্ধির উদ্দেশ্য।

সাম্প্রতিক এক জরিপ বলছে, পদযাত্রা শুরুর পর কংগ্রেসের প্রতি ২৯ থেকে ৩১ শতাংশ বেড়েছে ভারতবাসীর আস্থা। অন্যদিকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাই ৬৬ শতাংশ। সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেসের নেতাকর্মীরা। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে কাশ্মিরে সেটি শেষ হওয়ার কথা।

এটিএম/

Exit mobile version