
ভারতে এক সাংবাদিকের দগ্ধ দেহাবশেষ পাওয়া গেছে জঙ্গলে। এ ঘটনায় গ্রামের পঞ্চায়েত প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। তার সাথে আগে থেকেই দ্বন্দ্ব ছিল ওই সাংবাদিকের। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতের ছত্তীসগড়ে সম্প্রতি ঘটে এ ঘটনা। নিহত ওই সাংবাদিকের নাম বিবেক চৌবের (৩২)। গত ১২ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এরপরই শনিবার (২৪ ডিসেম্বর) তার পোড়া মোটরসাইকেল পাওয়া যায় বক্করখর গ্রামের মাওবাদী প্রভাবিত এবং মধ্যপ্রদেশ সীমানায়। তার কিছু দূরেই মেলে ওই সাংবাদিকের দগ্ধ দেহাবশেষ।
এ ঘটনায় বক্করখর গ্রামের পঞ্চায়েত প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছেন ওই পঞ্চায়েত প্রধান। পুলিশ জানায়, আগে থেকেই বিবেক ও ওই পঞ্চায়েত প্রধানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত ১২ নভেম্বর কোনো একটি কাজে বক্করখর গ্রামে যান সাংবাদিক বিবেক। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন পঞ্চায়েত প্রধান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিবেকের। পরে প্রমাণ লোপাটের জন্য তার মোটরসাইকেলসহ পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়।
পুলিশ বলছে, ওই সাংবাদিক নিখোঁজের পর নিরুদ্দেশের বিজ্ঞাপন দিয়েছিলেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধানই। এমনকি খোঁজ দিলে বড় আর্থিক পুরস্কার দেয়ার কথাও ঘোষণা করেন। আর এতেই সন্দেহ হয় পুলিশের। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সত্য। অবশ্য বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply