মুমিনুল হকের ক্যাচ মিসেই যেন তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের! জয়ের আশা জাগিয়েও ভারতের কাছে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। ভারতের বিপক্ষে টেস্ট জয়ের ২২ বছরের লালিত স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে গেলো এক ক্যাচ মিসের কারণে। মিরাজ সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের পরও টেস্ট সিরিজে আরও একবার শূন্য হাতে ফিরতে হলো বাংলাদেশকে।
৪ উইকেটে ৪৫ রান নিয়ে খেলতে নামা ভারতের প্রয়োজন ছিল ১০০ রান আর বাংলাদেশের ৬টি উইকেট টেকিং ডেলিভারি। দিনের দ্বিতীয় ওভারেই আঘাত হানলেন সাকিব আল হাসান। জয়দেব উনাদকাটকে ফিরিয়ে জয়ের পথটা খুলে দিয়েছিলেন টাইগার ক্যাপ্টেন। এরপর শুরু মিরাজের স্পিন ঘূর্ণি। রিশাভ পান্ত আর আক্সার প্যাটেলকে ফিরিয়ে খুব দ্রুত চালকের আসনে বসে যায় বাংলাদেশ। ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের তখনও প্রয়োজন ছিল ৭১ রান।
ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার মাত্র। শ্রেয়াস আইয়ারের সাথে যুক্ত হলেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ১ রান করেই মিরাজের বলে ক্যাচ তুলে দেন অশ্বিন। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল সহজ সেই ক্যাচের সাথে ফেলে দেন ম্যাচও। অথচ আগের দিন এখান থেকেই ভিরাট কোহলির দারুণ কঠিন এক ক্যাচ নিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মুমিনুল।
জীবন পেয়ে দলের ত্রাণকর্তা হয়ে যান অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। শ্রেয়াস আইয়ারকে নিয়ে গড়েন অপরাজিত ৭১ রানের জুটি। ৪২ রান করে দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও ঐ অশ্বিনের।
শেষ সময়ের চাপ, স্নায়ুর পরীক্ষা ও ঠিক সময়ে সুযোগ লুফে নেয়ার ব্যর্থতার কাছে হেরে বসলো বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নের খুব কাছ থেকেও নিজেদের ভুলে ছিটকে যাওয়ার এই ঘটনা তাই আফসোসই বাড়াবে কেবল। দারুণ ক্যাচ নেয়ার দক্ষ হাত থেকেও ছিটকে যেতে পারে সহজতম ক্যাচ। ক্রিকেটের অবিচ্ছেদ্য এই অঙ্গকে নিশ্চয়ই যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন মুমিনুল।
আরও পড়ুন: টাইগারদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ভারতের টেস্ট জয়
/এম ই

