পদ্মায় ধরা পড়লো ২৭ কেজির বিশাল বাঘাইড়, দাম ৩৫ হাজার টাকা

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে ধরা প‌ড়ে‌ছে ২৭ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির এক‌টি বাঘাইড় মাছ। রোববার (২৫ ডি‌সেম্বর) ভোর ৫টার দি‌কে জেলে নুরাল হালদার জালে মাছ‌টি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়।

সকালে মাছটি দৌলতদিয়া বাজারের কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় কিনে নেয়।

জেলে নুরাল হালদার জানান, বেশ কিছুদিন ধরে নদী‌তে জাল ফেলে বড় মাছ না পাওয়ায় হতাশায় ছিলেন তিনি। রোববার ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মায় জাল ফেললে ধরা পড়ে এ বিশাল আকৃ‌তির বাঘাইড় মাছ‌টি।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে কেসমত মোল্লার আড়ত থেকে নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় ২৭‌ কে‌জির বাঘাইড় মাছ‌টি কিনে‌ছি। মাছটি কেনার পর বিক্রির জন্য দে‌শের বি‌ভিন্নস্থানে বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীর পানির কমেছে। সে কারণে বড় বড় মাছও ধরা পড়বে। বি‌ভিন্ন সময় নদী‌তে সরকা‌রের নি‌র্দেশনা সফলভা‌বে পা‌লিত হওয়ায় এখন বড় বড় বি‌ভিন্ন প্রজা‌তির মাছ পাওয়া যাচ্ছে। এ‌তে জে‌লেরা আ‌র্থিকভা‌বে লাভবান হ‌চ্ছে। ত‌বে নদী‌তে স্থায়ী ভা‌বে মা‌ছের অভয় আশ্রম তৈ‌রি করা গে‌লে মা‌ছের বংশ বৃ‌দ্ধি ঘট‌বে বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply