Site icon Jamuna Television

মিরাজকে কোহলির অটোগ্রাফসহ জার্সি উপহার

ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজকে নিজের অটোগ্রাফ দেয়া ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন ভিরাট কোহলি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে বিশেষ উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মিরাজ।

ওয়ানডে সিরিজ শেষে ভিরাট কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মেহেদী মিরাজ। সেটা মনে রেখে টেস্ট সিরিজ শেষে মিরাজের হাতে নিজের অটোগ্রাফযুক্ত জার্সি তুলে দিয়েছেন কোহলি। জার্সিতে লেখা ‘মেহেদীকে ভিরাট কোহলির পক্ষ থেকে শুভকামনা’।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিরাজ। লিখেছেন ‘বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ভিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ উপহার’। খেলা শেষে মিরপুরে এদিন সবার সাথে আড্ডায় মেতেছিলেন ভিরাট কোহলি।

আরও পড়ুন: ‘প্রতিপক্ষকে অলআউট করতে ১৩-১৪টি সুযোগ লাগে আমাদের, অন্যদের মাত্র ৯’

/এম ই

Exit mobile version