Site icon Jamuna Television

মিলিয়ন ডলারের বিনিময়ে মেসির ‘বিশত’ চান ওমানের এমপি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপকে দুর্দান্ত পারফরমেন্সে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয়ের সাথে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বিশ্বকাপ ট্রফি নেয়ার আগে মেসিকে পরিয়ে দেয়া হয় কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। এবার সেটা চেয়েছেন ওমানের সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। টুইট করে তিনি মেসিকে একটি প্রস্তাব দিয়েছেন যে, ১ মিলিয়ন ডলারের বিনিময়ে হলেও সেই ‘বিশত’ তার চাই। খবর দোহা নিউজের।

কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। অনেকেই এটিকে চেনেন আবায়া বা আলখাল্লা নামে। খুবই হালকা সুতো দিয়ে তৈরি হয় এই বিশত। থাকে খাঁটি সোনার কাজও। আরব বিশ্বে এটি মর্যাদার প্রতীক। এই ‘বিশত’র মূল্য ১ হাজার ৬৫০ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা। আর ঐতিহ্যবাহী এই পোশাকটি তৈরি করেছেন কাতারের দর্জি আব্দুল্লাহ আল সালেম। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসিকে এই ‘বিশত’ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এবার মেসিকে ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন ওমানের সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। টুইট করে তিনি বলেছেন, আমার বন্ধু মেসি, বিশ্বকাপ জেতায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কাতারের আমির আমাকে চমকে দিয়েছিলেন যখন তিনি আপনার কাঁধের উপর উদারতা এবং প্রজ্ঞার প্রতীক একটি ‘বিশত’ রেখেছিলেন। আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আমাকে বিশতটি দিয়ে দিন। বিনিময়ে আপনাকে ১ মিলিয়ন ডলার দেবো।

আরও পড়ুন: ‘ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন

/এম ই

Exit mobile version