Site icon Jamuna Television

চীনে করোনা পরিস্থিতি মোকাবেলায় বানানো হচ্ছে অস্থায়ী ক্লিনিক

চীনে করোনা পরিস্থিতি মোকাবেলায় তৈরি করা হচ্ছে অস্থায়ী ক্লিনিক। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এ উদ্যোগ। খবর রয়টার্সের।

এরইমধ্যে বেশকিছু কনভেনশন এবং এক্সিবিশন হলকে প্রবীণ-শিশুদের জন্য অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। গর্ভবতী মা ও নবজাতকদের জন্য রাখা হয়েছে বিশেষ বিভাগ। করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিক সেবা দেয়া হবে ক্লিনিকগুলোয়। জরুরি সেবা ছাড়াও ২৪ ঘণ্টা অনলাইন সেবা কার্যক্রম চালু রাখবে প্রশাসন।

চলতি মাসে জিরো কোভিড রুলস তুলে নেয়ায় প্রতিদিনই চীনে বাড়ছে সংক্রমণ। ভয়াবহ রূপ ধারণ করেছে পরিস্থিতি। হাসপাতালগুলোয় তীল ধারণের ঠাই নেই। দেখা দিয়েছে বেড, অক্সিজেনসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।

/এমএন

Exit mobile version