Site icon Jamuna Television

আলোচনা করতে প্রস্তুত রাশিয়া, তবে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্রদের প্রত্যাখ্যান: পুতিন

ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। তবে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা। খবর রয়টার্সের।

রোববার (২৫ ডিসেম্বর) রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, মস্কোর পক্ষ থেকে সবার উপস্থিতিতে অংশগ্রহণমূলক আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। তবে আলোচনায় বসার ব্যাপারটি পুরোপুরিই নির্ভর করে জেলেনস্কি প্রশাসনের ওপর। দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সঠিক দিশায় রয়েছেন বলেও এদিন দাবি করেন এ নেতা। একে সংঘাত অবসানের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

/এমএন

Exit mobile version