Site icon Jamuna Television

এক বছর পর প্রকাশ্যে এলো স্বাগতা-রাশেদের বিচ্ছেদের খবর

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে অভিনেত্রী জিনাত সানু স্বাগতার ছয় বছরের সংসার জীবনের ইতি ঘটেছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। তবে বিষয়টি এক বছর পর প্রকাশ্যে এলো। স্বাগতা-ই দেশেরই একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানান।

স্বাগতা জানান, দুই জনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একপর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেছিলেন।

বিচ্ছেদের বিষয়ে স্বাগতা বলেন, প্রতিটা সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুই জন আমাদের সম্পর্কটা এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুই জনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম।

রাশেদ জামান দেশের স্বনামধন্য চিত্রগ্রাহক। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

/এমএন

Exit mobile version