Site icon Jamuna Television

সার্বিয়ায় অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ বহু মানুষ, জরুরি অবস্থা জারি

সার্বিয়ায় অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। খবর এএফপির।

বন্ধ করে দেয়া হয়েছে শহরের প্রধান মহাসড়ক। রোববার (২৫ ডিসেম্বর) উত্তর সার্বিয়ায় পিরোট শহরে অ্যামোনিয়া বহনকারী একটি মালবাহী ট্রেন লাইনচূত্য হলে ছড়িয়ে পড়ে গ্যাস। কয়েকটি ট্যাংকার পার্শ্ববর্তী নিসাভা নদীতে পড়ে পানির সাথে মিশে তৈরি করে ঘন ধোঁয়া। বিপদ এড়াতে এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। সেই সাথে দরজা জানালা ও শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ রাখতে বলা হয়। যাতে বাইরের বাতাস ভেতরে আসতে না পারে।

অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে। তাই অসুস্থ অনুভব করলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

এটিএম/

Exit mobile version