Site icon Jamuna Television

সাড়ে চারশো হারানো ফোন খুঁজে দিলো সাতক্ষীরা পুলিশ

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছেন পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি:

নানাভাবে হারিয়ে যাওয়া ৪৫০টি মোবাইল ফোন খুঁজে মালিকদের কাছে হস্তান্তর করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশের কনফারেন্স সেন্টারে গ্রাহকদের কাছে ১০০টি মোবাইল ফিরিয়ে দেয়া হয়। এতে এখন পর্যন্ত সাড়ে চারশো মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। তারা বলেন, হারানো মোবাইল ফিরে পাবো এমন প্রত্যাশা ছিল না। তবে মোবাইল করে ডেকে এনে হারিয়ে যাওয়া সেই মোবাইল ফিরিয়ে দেয়া হচ্ছে এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা ও আস্থা বেড়ে গেল।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে এ পর্যন্ত ৪৫০টি হারানো মোবাইল খুঁজে প্রকৃত মালিককে ফেরত দিয়েছি। এখনো যেসব মোবাইল হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি রয়েছে সেগুলো উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এতে মোবাইল মালিকরা খুশি হয় ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়ে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএআর/

Exit mobile version