Site icon Jamuna Television

মেঘনায় তেলবাহী জাহাজ ডুবি, ২৪ ঘণ্টায়ও হয়নি উদ্ধার

ছবি : সংগৃহীত

ভোলা প্রতিনিধি:

মেঘনা নদীতে অকটেন ও ডিজেল ভর্তি জাহাজ ডুবির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জাহাজটিকে উদ্ধার করা যায় নি। পরে মালিকপক্ষ থেকে নিজস্ব উদ্যোগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে।

ডুবে যাওয়া জাহাজের মাস্টার মাসুদুর রহমান বেল্লাল বিষয়টি নিশ্চিত করেন জানান, ইতোমধ্যে সাগরবধূ-৩ নামে একটি জাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বিকেলে সাগরবধূ-৪ নামের আরেকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নেবে।

জানা গেছে, জোয়ারের কারণে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ডুবে যাওয়া ওই জাহাজ থেকে তেল উদ্ধারকাজ বন্ধ রেখেছে কোস্টগার্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত তেলের পরিমাণ নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লে. এম হাসান মেহেদী বলেন, তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় পদ্মা অয়েল কোম্পানির পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।

উল্লেখ্য, রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি। পেছন দিক থেকে অপর একটি মালবাহী জাহাজের ধাক্কায় ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজে কর্মরতরা জানান, শনিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটে পদ্মা ডিপোর উদ্দেশ্যে ১৩জন স্টাফসহ রওনা করেছিল জাহাজটি। জাহাজের স্টাফদেরকে দুর্ঘটনার আগেই জীবিত উদ্ধার হয়েছে।

এএআর/

Exit mobile version