Site icon Jamuna Television

দুই দফা দাবিতে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা এবি পার্টির

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য’ এই দুই দফা দাবিতে সর্বাত্নক আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নেতারা। যুগপৎ নয়, নিজেরা এই ২ দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারা।

দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। দাবি আদায়ে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এবি পার্টি।

/এমএন

Exit mobile version