Site icon Jamuna Television

রসিক নির্বাচন: ভুয়া প্রিজাইডিং অফিসার আটক

ভুয়া প্রিজাইডিং অফিসার লালটু ইসলাম রানা। ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মন্দিরা এলাকায় লালটু ইসলাম রানা (৪১) নামে এক ভুয়া প্রিজাইডিং অফিসারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। আটক লালটু ঝিনাইদহ সদর উপজেলার ধুপাউলা গ্রামের এন্তাজ জোদ্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৬ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় প্রিজাইডিং অফিসার পরিচয় দিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদের বাসায় যান লালটু ইসলাম। সেখানে গিয়ে তাকে ২ হাজার ভোটে নির্বাচিত করিয়ে দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা দাবি করেন। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে কাউন্সিলর প্রার্থী মাহিগঞ্জ থানায় খবর দেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া নাম পরিচয় প্রদানকারী এক ‍প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ভুয়া পরিচয়পত্র, নির্বাচন কমিশনের সিল এবং কিছু কাগজপত্র জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএআর/

Exit mobile version