Site icon Jamuna Television

গোল্ডেন গ্লাভস জিতলেন থিবো কোর্তোয়া

রাশিয়া বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ জিতলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। এই প্রতিযোগিতায় তিনি হারিয়েছেন ক্রোয়াট গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচকে।

এ আসরে তৃতীয় হয়েছে বেলজিয়াম। বেলজিয়ানদের এই অগ্রযাত্রার অন্যতম নায়ক কোর্তোয়া। টুর্নামেন্ট জুড়েই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন তিনি। কখনো ডানে-বাঁয়ে ঝাঁপিয়ে সেভ করেছেন তো, কখনো বা বাজপাখির মতো উড়ে বল লুফে নিয়েছিলেন। তার স্বীকৃতিও দিল বিশ্বকাপ কর্তৃপক্ষ। চেলসি গোলরক্ষকের ক্যারিয়ারে এটি সেরা সাফল্য।

গোল্ডেন গ্লাভসটা পেতে পারতেন সুবাসিচও। গোটা টুর্নামেন্টে তার পারফরম্যান্সও নয়ন জুড়ানো। তবে যত সর্বনাশ হলো ফাইনালে। ৪ গোল হজম করে সেই দৌড় থেকে ছিটকে যেতে হলো তাকে।

Exit mobile version