Site icon Jamuna Television

‘শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড’ পাবেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

লর্ডসের বিখ্যাত বারান্দায় বিশ্বকাপের ট্রফি হাতে শেন ওয়ার্ন।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা শেন ওয়ার্ন। তাই, ইতিহাসের অন্যতম সেরা এ স্পিনারকে অমর করে রাখতে অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ক্রিকেটারকে পুরস্কার দেয়া হবে ওয়ার্নের নামে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার আগে এমন ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এ টেস্ট শুরুর আগে অজি প্লেয়াররা ওয়ার্নের মত টুপি পরে তাকে সম্মান জানান।

বক্সিং ডে টেস্টে এমসিজে’র আউটফিল্ডে শেন ওয়ার্ন স্মরণ।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারকে সাধারণত দেয়া হয় ‘অ্যালান বোর্ডার মেডেল।’ এরপরই সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হচ্ছে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। যেটির সঙ্গে এখন উচ্চারিত হবে শেন ওয়ার্নের নাম। তার নামেই দেয়া হবে সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।

প্রসঙ্গত, প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা করা হয় বর্ষসেরা অজি টেস্ট ক্রিকেটারের নাম। বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের পর ২০০৬ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছিলেন শেন ওয়ার্ন। এখন থেকে, প্রয়াত স্পিনারকে স্মরণ করা হবে এ স্বীকৃতির সঙ্গে তার নাম জুড়ে দিয়ে।

/এসএইচ

Exit mobile version