Site icon Jamuna Television

বিপিএলের আগে পরিবারকে সময় দিচ্ছেন সাকিব

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক থেকে নেয়া ছবি।

আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মাঝখানের এই ফাঁকা সময়টা তাই পরিবারের সাথেই কাটাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। আর তাইতো রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সপরিবারে ছুটে গেছেন তার মাগুরার পৈত্রিক বাড়িতে।

সোমবার (২৬ ডিসেম্বর) নিজের বাড়িতে পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে আয়োজন করেছেন পিকনিকের। পিকনিক উপলক্ষে গতকাল রাত থেকেই সাকিবদের বাড়িতে ছিল উৎসব মুখর পরিবেশ। বাড়ির চারপাশে করা হয়েছে আলোকসজ্জা। আর, সোমবার দুপুরে বাড়ির সামনের উঠানে ইট দিয়ে চুলা তৈরি করে সেখানে গরুর মাংস ভুনা রান্না করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এ সময় সাকিবকেও দেখা যায় স্ত্রীকে রান্নায় সাহায্য করতে।

এবারের ছুটিতে আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটাতেই এ পিকনিকের আয়োজন করেছেন সাকিব- বলে জানিয়েছেন সাকিবের বন্ধু নয়ন।

আগামী ৬ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। এবারও ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। আগামী ৭ জানুয়ারী নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে তার দল।

/এসএইচ

Exit mobile version