Site icon Jamuna Television

নতুন কোচ নিয়োগ করলো পিসিবি

পাকিস্তানের নতুন কোচ হতে যাচ্ছেন জন মাইকেল আর্থার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম শুরুর আগে জয়েন করতে পারেন এ কোচ।

আর্থার এখন আছেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি খুব দ্রুতই শেষ হবে বলে জানা গেছে। আর পিসিবির সঙ্গে সাকলাইন মুশতাকের চুক্তিও শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। সাকলাইন এখন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

এর মাত্র দুদিন আগেই পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদিকে প্রধান করে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও রাও ইফতিখার আনজুমকে নিয়ে বানানো হয়েছে তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি। আর, নতুন এই দায়িত্ব পেয়েই একের পর এক পরিবর্তন আনছেন প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি। নতুন কোচ নিয়োগ দেয়াটাও সেই পরিবর্তন পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত মাইকেল আর্থারের দায়িত্বে থাকাকালীন চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল পাকিস্তান।

/এসএইচ

Exit mobile version