Site icon Jamuna Television

কাতারে বেচে যাওয়া বিয়ার মেসির ছবিসহ আর্জেন্টিনায়, দেয়া হচ্ছে বিনামূল্যে

কাতার বিশ্বকাপে অবিক্রিত থাকা বাডওয়াইজার বিয়ারের বোতলগুলো বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনায় পাঠানো হয়েছে। শুধু তাই নয় সেই বিয়ারের ক্যানে লিওনেল মেসির ছবি সংযুক্ত করেছে পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবি ইনবেভ। আগের ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনার মানুষ এ বিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

শুরু থেকেই বিয়ার নিয়ে মাতামাতি চলছিল বিশ্বকাপ আয়োজক দেশ কাতারে। প্রথমে বিক্রির অনুমতি দেয়ায় হাজার হাজার বোতল বিয়ার কাতারে নিয়ে যায় বাডওয়াইজার। কিন্তু হঠাৎ করেই সব গোলমাল পেকে যায়। বিশ্বকাপের মাত্র দুই দিন আগে স্টেডিয়ামে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাতার। ফলে বিপাকে পড়ে যায় কোম্পানিটি।

স্টেডিয়ামের ভেতরে বিক্রি করতে না পারলেও বাইরে বিয়ার বিক্রির অনুমতি পেয়েছিল বাডওয়াইজার। এরমধ্যে আবার বিশ্বকাপও শেষ। এখনও বিক্রি না হওয়া বিয়ারগুলো নিয়ে কী করা যায়? এমন ভাবনা থেকেই কাতারে নিয়ে যাওয়া বিয়ারগুলো চ্যাম্পিয়ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাডওয়াইজার।

যে কথা সে কাজ, আর্জেন্টিনাতেই পাঠানো হলো সেই বিয়ার। কিন্তু বিয়ারের বোতলে অভিনব এক পরিবর্তন এনেছে কোম্পানিটি। তারা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ছবি ব্যবহার করেছে বিয়ারের বোতলে। যা বাড়তি উম্মাদনা সৃষ্টি করেছে আর্জেন্টাইনদের মাঝে।

তবে, বিশেষ এডিশনের এ বিয়ার নিতে হলে আগ্রহী সমর্থকদের অনলাইন প্ল্যাটফর্ম সেগুনদা কুইনসেনাতে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। সেটির ভিত্তিতে নিকটস্থ পয়েন্ট থেকে বিয়ার নিতে পারবেন তারা। প্রতিদিন ৪১০ মিলিলিটারের ৩টি করে বোতল পাবেন একেকজন আর্জেন্টাইন। সপ্তাহব্যাপী চলবে এভাবে বিয়ার বিক্রি। তবে বয়স ১৮ বছরের কম হলে আপনি বিশেষ এ বিয়ার নিতে পারবেন না।

এর আগে, ২০২০ সালে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ায় তার ছবি মোড়কে রেখে বিয়ার প্রস্তুত করেছিল বাডওয়াইজার । আর সে বিয়ারগুলো উপহার হিসেবে পাঠানো হয়েছিল মেসির গোল হজম করা সমস্ত গোলকিপারদের।

/এসএইচ

Exit mobile version