Site icon Jamuna Television

শান্তি ফর্মুলা বাস্তবায়নে মোদির সহায়তা চাইলেন জেলেনস্কি

শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সোমবার ফোনালাপ হয় দুই নেতার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক টুইটবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, জি-টোয়েন্টি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে মোদির প্রতি শুভ কামনা জানিয়েছেন তিনি। ঘোষিত শান্তি ফর্মুলায় ভারতকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পরে রাত্রিকালীন ভাষণেও মোদির সাথে ফোনালাপ ইস্যুতে কথা বলেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী বছর জি-টোয়েন্টি গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। নরেন্দ্র মোদির প্রেসিডেন্সির সাফল্য কামনা করেছি। কেবল নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, যাতে সবার জন্য কার্যকর কিছু হয়। রুশ আগ্রাসন বন্ধে আরও সক্রিয় ভূমিকা নিতে পারে ভারত। বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক হয়ে কাজ করতে পারি আমরা।

জেলেনস্কি এমন সময় মোদিকে ফোন দিয়েছেন যখন, রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উদ্যোগ নিয়েছে ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত এখনো ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি।

ইউএইচ/

Exit mobile version