Site icon Jamuna Television

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের মৃত্যু

দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, লিভার সিরোসিস জটিলতায় ভুগছিলেন মেয়র মতিয়ার রহমান। তার পুরো লিভারই প্রায় অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপন করার কথা বলেছিলেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তার লিভার মেলানো যাচ্ছিল না। পরে স্ত্রী রোজী রহমানের সাথে তার লিভার শতভাগ মিলে যায়। তিনি তার লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন। ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে গত ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়।

তিনি আরও জানান, গত ১ মাস থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, মতিয়ার রহমান দর্শনা পৌরসভার মেয়র হিসেবে বিভিন্ন মেয়াদে চারবার দায়িত্ব পালন করেন।

এএআর/

Exit mobile version