Site icon Jamuna Television

ভয়াবহ বন্যার কবলে ফিলিপাইন, নিহত ১৩

আবারও ভয়াবহ বন্যার কবলে ফিলিপাইন। গত দু’দিনে ১৩ জনের প্রাণহানির কথা জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন। তাদের সন্ধানে চলছে জরুরি বিভাগের অভিযান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। ২৫ ডিসেম্বর থেকে ভারি বৃষ্টি শুরু হয় দেশটিতে। টানা বৃষ্টিতে তৈরি হয় বন্যা পরিস্থিতি। তলিয়ে যায় রাস্তাঘাট। উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, শহরাঞ্চলেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিচু এলাকাগুলোয় ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি। তলিয়েছে রাস্তাঘাট। কোনো কোনো জায়গায় কোমর সমান পানি। প্রতিবছর গড়ে ২০টি ঝড়ের কবলে পড়ে দ্বীপরাষ্ট্র ফিলিপাইন।

ইউএইচ/

Exit mobile version