Site icon Jamuna Television

রসিক নির্বাচন: ইভিএমে বিলম্বে ভোট ‘কনফার্ম’ হওয়ার অভিযোগ

ভোট কেন্দ্রে আলো স্বল্পতা এবং বিলম্বে ভোট কনফার্ম হওয়ার অভিযোগ তুলেছেন ভোটাররা।

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। পুরনো ওয়ার্ডের বাসিন্দারা ইভিএমে ভোট দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করলেও অনেক কেন্দ্রে আলোক স্বল্পতা এবং ভোট কনফার্ম বিলম্বে হওয়ার অভিযোগ তুলেছেন ভোটাররা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরুর সময় থেকে নগরীর ১৫৯ নম্বর কেন্দ্র সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এই কেন্দ্রটি নগরীর ভিআইপি এলাকা হিসেবে পরিচিত। কেন্দ্রের বাইরে ব্যাপক লোকসমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে লোকের উপস্থিতি ছিল কম। এখানে পুরুষ কেন্দ্রে ১ হাজার ৯৬৬ এবং মহিলা কেন্দ্রে ১ হাজার ৯৪৮ ভোট রয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা আবু রায়হান। ইভিএমে ভোট দিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন তবে পুরুষ কেন্দ্রে আলোক স্বল্পতার অভিযোগ তুলেছেন ভোটাররা।

এই কেন্দ্রের ৬৩৫ নম্বর ভোটার জামাল উদ্দিন জানান, আলো স্বল্পতার কারণে পরপর দুটি ভোটে তিনি লাল বাটন চেপেছেন। ফলে মেয়র ও মহিলা কাউন্সিলর পদে তিনি ভোট দিতে পারেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ভোট দিয়েছেন। তিনি বলেন, আমি শিক্ষিত মানুষ হয়েও আলো স্বল্পতার জন্য ভুল করেছি, তাহলে যারা বৃদ্ধ তাদের কি হবে? বিষয়টি আমি প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি।

এই কেন্দ্রের ৩৩৭ নম্বর ভোটার মিজানুর রহমান মিজু জানান, ইভিএমে ভোটদান অত্যন্ত সহজ। আমি স্বাচ্ছন্দ্যে ভোট দিলাম তবে কনফার্ম বাটন চাপার পর এক-দুই মিনিট ভেসে থাকছে। সে কারণে আরেকজন ভোটার গিয়ে আমি কোন প্রতীকে ভোট দিলাম সেটি দেখতে পাচ্ছে। এই ত্রুটি সারানো দরকার।

সকাল ১০টায় ১৫১ নম্বর কেন্দ্র রংপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী আহসানুল্লাহ আহসান জানিয়েছেন ৭১৮ ভোটের মধ্যে সকাল ১০টা ৫মিনিট পর্যন্ত ৩২টি ভোট কাস্ট হয়েছে। শুরুতে কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছিল; সেগুলো সমাধান করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি কক্ষে ভোট গ্রহণ চলছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ৯ মেয়র প্রার্থী, ১৭৮ জন সাধারণ এবং ৬৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএআর/

Exit mobile version