Site icon Jamuna Television

চারজনের বিরুদ্ধে অাগামীকাল ট্রাইব্যুনালের রায়

মৌলভীবাজারের রাজানগর উপজেলার সাবেক মাদ্রাসা শিক্ষক আকমল আলী তালুকদারসহ চারজনের বিরুদ্ধে অাগামীকাল রায় দেবেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্ব তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঠিক করেছেন। এর অাগে উভয়পক্ষের যুক্তিতর্কশেষে গত ২৭ মার্চ যে কোন দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রাখা হয়েছে।

এ মামলায় যুক্তিতর্ক শুনানির সময় আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার হাজির ছিলেন। বাকি তিন আসামি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুন নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আব্দুল মোছাব্বির মিয়া পলাতক।

Exit mobile version