Site icon Jamuna Television

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ৩য় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ইংলিশ ব্যাটার জো রুটের পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছে ডেভিড ওয়ার্নার। মাইলফলকের পরেই ক্লান্ত হয়ে মাঠ ত্যাগ করেন ওয়ার্নার। এই অজি তারকার দুর্দান্ত ইনিংসেই পাহাড়সম রানের পথে অজিরা।

ছবি: সংগৃহীত

প্রথম দিন শেষে ৩১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনের খেলার শুরু করে ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশার চাদরে ঢেকে তুলে নেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। সেই সাথে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ও টেস্ট ইতিহাসের দশম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছে এই ওপেনার।

ছবি: সংগৃহীত

নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরির রেকর্ড আছে এই অজি ওপেনারের। ওয়ার্নার ছাড়া ওয়ানডে ও টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির কীর্তি আছে শুধু গ্রিনিজেরই। এছাড়া অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন ওয়ার্নার।

/আরআইএম

Exit mobile version